বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঝিনাইদহ শহীদ মিনারে বাংলাদেশ শিক্ষক সমিতির অনশন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ  বাংলাদেশ শিক্ষক সমিতি বুধবার সকাল ১১ টায় ঝিনাইদহ জেলা শাখার উদ্দ্যেগে কেন্দ্রীয় কমিটির সদস্য ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনশনরত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আব্দুল মোমিন, রেজাউল করিম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গনি, কৃপা সিন্ধু, ইসাহক আলি, হাবিবুর রহমান, আব্দুল মজিদ, মিজানুর রহমান, আলমগির হোসেন, মাসুদ করিম, প্রমুখ।

বক্তরা বলেন ইতিমধ্যে সরকারি শিক্ষক কর্মচারী গন ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা পাচ্ছে। ৮ ম জাতীয়  বেতন স্কেলে অন্তর্ভুক্ত হলেও বেসরকারি শিক্ষক কর্মচারী গন   ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা সহ অন্যান্য সুবিধা পাচ্ছে না।

শিক্ষকেরা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা বান্ধব সরকার বলে অভিহিত করে বলে যে আশা রাখি তার হস্তক্ষেপে গত জুলাই ২০১৬ থেকে ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা, পুনাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ সকল নন এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপি ও ভুক্ত করবেন বলে আশা করে।
যদি তা বাস্তবায়ন না হয় তাহলে কঠোর আলদোলনের হুশিয়ারি প্রদান করেন। অনশন শেষে ঝিনাইদহ পৌর সভার সাবেক মেয়র আনিছুর রহমান খোকা ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিনের মুখে ফলের জুস দিয়ে শিক্ষকদের অনশন ভঙ্গ করে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular