শনিবার | ৬ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার Logo জীবননগর প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মানিক, সম্পাদক রিপন Logo শিবির নেতার বিরুদ্ধে নোবিপ্রবি ছাত্রদলের অভিযোগ Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৭ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মিলাদ ও দোয়া Logo নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী Logo খুবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৯৭ পরিক্ষার্থী  Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

জীবিত মায়ের মৃত প্রত্যায়ন পত্র মাদ্রাসা থেকে সংগ্রহে নলছিটির প্রবাসী পুত্র। অতপর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মৃত ওয়াজেদ উদ্দীন হাওলাদারের প্রবাসী পুত্র রুহুল অামিন তার মা জীবত থাকার সময় মৃত  উল্লেখ করে উপজেলার ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অাব্দুস সবুরের কাছ থেকে উৎকোচের বিনিময় প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন।  বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এখতিয়ার ভূক্ত হলেও  প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে নলছিটি ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ প্রত্যায়ন পত্র প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন গত মঙ্গলবার প্রত্যায়ন পত্রটি জব্দ করেছে বলে জানা যায়।   অভিযোগে জানা গেছে মৃত ওয়াহেজ উদ্দিনের স্ত্রী সমের্তবান বেগম বার্ধক্য জনিত কারনে গত ৫এপ্রিল মারা যান।  কিন্তু মরহুমার প্রবাসী পুত্র রুহুল অামিনের কাছ থেকে  মোটা অংকের উৎকোচ নিয়ে মমাদ্রাসা অধ্যক্ষ  মাওলানা সবুর দেড় মাস পূর্বে  ( অর্থাৎ জীবিত থাকা অবস্থায় )  গত ২৩ মার্চ সমের্তবান বেগম মারা গেছেন উল্লেখ করে একটি ( অাগাম মৃত্যু সনদ ) প্রত্যায়ন পত্র প্রদান করেন।

এ বিষয় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সবুর সাংবাদিকদের জানান, উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান ও অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ মাদ্রাসার সীল প্যাড ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে ঐ প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।  জড়িতদের সনাক্ত করতে ম্যানেজিং কমিটি সভা করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয় উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসী  রুহুল অামিন অামার মাদ্রাসার সাবেক  ছাত্র  বিধায় অামার কাছে এসে প্রত্যায়ন পত্র ড্রাফ করতে বললে অামি একটি সাদা কাগজে  ড্রাফ লিখে দিয়েছি  কিন্তু  মাদ্রাসার প্যাডে দেওয়া প্রত্যায়ন পত্রের ব্যাপারে অামি কিছু জানিনা। অন্য দিকে অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ তার বিরুদ্ধে অধ্যক্ষের উত্থাপিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এ ঘটনার সাথে তিনি অাদৌ জরিত নয় বলে দাবী করেন।
এ বিষয় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন বলেন,  ভুয়া প্রত্যায়ন পত্রটি জব্দ সহ কে বা কাহারা এর সাথে জড়িত অাছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে শুধু তাই নয় ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোমরায় বিশাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জীবিত মায়ের মৃত প্রত্যায়ন পত্র মাদ্রাসা থেকে সংগ্রহে নলছিটির প্রবাসী পুত্র। অতপর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি

আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মৃত ওয়াজেদ উদ্দীন হাওলাদারের প্রবাসী পুত্র রুহুল অামিন তার মা জীবত থাকার সময় মৃত  উল্লেখ করে উপজেলার ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অাব্দুস সবুরের কাছ থেকে উৎকোচের বিনিময় প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন।  বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এখতিয়ার ভূক্ত হলেও  প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে নলছিটি ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ প্রত্যায়ন পত্র প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন গত মঙ্গলবার প্রত্যায়ন পত্রটি জব্দ করেছে বলে জানা যায়।   অভিযোগে জানা গেছে মৃত ওয়াহেজ উদ্দিনের স্ত্রী সমের্তবান বেগম বার্ধক্য জনিত কারনে গত ৫এপ্রিল মারা যান।  কিন্তু মরহুমার প্রবাসী পুত্র রুহুল অামিনের কাছ থেকে  মোটা অংকের উৎকোচ নিয়ে মমাদ্রাসা অধ্যক্ষ  মাওলানা সবুর দেড় মাস পূর্বে  ( অর্থাৎ জীবিত থাকা অবস্থায় )  গত ২৩ মার্চ সমের্তবান বেগম মারা গেছেন উল্লেখ করে একটি ( অাগাম মৃত্যু সনদ ) প্রত্যায়ন পত্র প্রদান করেন।

এ বিষয় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সবুর সাংবাদিকদের জানান, উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান ও অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ মাদ্রাসার সীল প্যাড ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে ঐ প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।  জড়িতদের সনাক্ত করতে ম্যানেজিং কমিটি সভা করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয় উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসী  রুহুল অামিন অামার মাদ্রাসার সাবেক  ছাত্র  বিধায় অামার কাছে এসে প্রত্যায়ন পত্র ড্রাফ করতে বললে অামি একটি সাদা কাগজে  ড্রাফ লিখে দিয়েছি  কিন্তু  মাদ্রাসার প্যাডে দেওয়া প্রত্যায়ন পত্রের ব্যাপারে অামি কিছু জানিনা। অন্য দিকে অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ তার বিরুদ্ধে অধ্যক্ষের উত্থাপিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এ ঘটনার সাথে তিনি অাদৌ জরিত নয় বলে দাবী করেন।
এ বিষয় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন বলেন,  ভুয়া প্রত্যায়ন পত্রটি জব্দ সহ কে বা কাহারা এর সাথে জড়িত অাছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে শুধু তাই নয় ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।