শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

জীবিত মায়ের মৃত প্রত্যায়ন পত্র মাদ্রাসা থেকে সংগ্রহে নলছিটির প্রবাসী পুত্র। অতপর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মৃত ওয়াজেদ উদ্দীন হাওলাদারের প্রবাসী পুত্র রুহুল অামিন তার মা জীবত থাকার সময় মৃত  উল্লেখ করে উপজেলার ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অাব্দুস সবুরের কাছ থেকে উৎকোচের বিনিময় প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন।  বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এখতিয়ার ভূক্ত হলেও  প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে নলছিটি ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ প্রত্যায়ন পত্র প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন গত মঙ্গলবার প্রত্যায়ন পত্রটি জব্দ করেছে বলে জানা যায়।   অভিযোগে জানা গেছে মৃত ওয়াহেজ উদ্দিনের স্ত্রী সমের্তবান বেগম বার্ধক্য জনিত কারনে গত ৫এপ্রিল মারা যান।  কিন্তু মরহুমার প্রবাসী পুত্র রুহুল অামিনের কাছ থেকে  মোটা অংকের উৎকোচ নিয়ে মমাদ্রাসা অধ্যক্ষ  মাওলানা সবুর দেড় মাস পূর্বে  ( অর্থাৎ জীবিত থাকা অবস্থায় )  গত ২৩ মার্চ সমের্তবান বেগম মারা গেছেন উল্লেখ করে একটি ( অাগাম মৃত্যু সনদ ) প্রত্যায়ন পত্র প্রদান করেন।

এ বিষয় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সবুর সাংবাদিকদের জানান, উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান ও অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ মাদ্রাসার সীল প্যাড ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে ঐ প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।  জড়িতদের সনাক্ত করতে ম্যানেজিং কমিটি সভা করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয় উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসী  রুহুল অামিন অামার মাদ্রাসার সাবেক  ছাত্র  বিধায় অামার কাছে এসে প্রত্যায়ন পত্র ড্রাফ করতে বললে অামি একটি সাদা কাগজে  ড্রাফ লিখে দিয়েছি  কিন্তু  মাদ্রাসার প্যাডে দেওয়া প্রত্যায়ন পত্রের ব্যাপারে অামি কিছু জানিনা। অন্য দিকে অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ তার বিরুদ্ধে অধ্যক্ষের উত্থাপিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এ ঘটনার সাথে তিনি অাদৌ জরিত নয় বলে দাবী করেন।
এ বিষয় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন বলেন,  ভুয়া প্রত্যায়ন পত্রটি জব্দ সহ কে বা কাহারা এর সাথে জড়িত অাছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে শুধু তাই নয় ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

জীবিত মায়ের মৃত প্রত্যায়ন পত্র মাদ্রাসা থেকে সংগ্রহে নলছিটির প্রবাসী পুত্র। অতপর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি

আপডেট সময় : ০৫:১০:৪০ অপরাহ্ণ, বুধবার, ১৯ এপ্রিল ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার কুসঙ্গল ইউনিয়নের মৃত ওয়াজেদ উদ্দীন হাওলাদারের প্রবাসী পুত্র রুহুল অামিন তার মা জীবত থাকার সময় মৃত  উল্লেখ করে উপজেলার ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অাব্দুস সবুরের কাছ থেকে উৎকোচের বিনিময় প্রত্যায়ন পত্র সংগ্রহ করেন।  বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এখতিয়ার ভূক্ত হলেও  প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে নলছিটি ফায়রা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ প্রত্যায়ন পত্র প্রদান করেছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন গত মঙ্গলবার প্রত্যায়ন পত্রটি জব্দ করেছে বলে জানা যায়।   অভিযোগে জানা গেছে মৃত ওয়াহেজ উদ্দিনের স্ত্রী সমের্তবান বেগম বার্ধক্য জনিত কারনে গত ৫এপ্রিল মারা যান।  কিন্তু মরহুমার প্রবাসী পুত্র রুহুল অামিনের কাছ থেকে  মোটা অংকের উৎকোচ নিয়ে মমাদ্রাসা অধ্যক্ষ  মাওলানা সবুর দেড় মাস পূর্বে  ( অর্থাৎ জীবিত থাকা অবস্থায় )  গত ২৩ মার্চ সমের্তবান বেগম মারা গেছেন উল্লেখ করে একটি ( অাগাম মৃত্যু সনদ ) প্রত্যায়ন পত্র প্রদান করেন।

এ বিষয় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সবুর সাংবাদিকদের জানান, উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান ও অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ মাদ্রাসার সীল প্যাড ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে ঐ প্রত্যায়ন পত্র প্রদান করেছেন।  জড়িতদের সনাক্ত করতে ম্যানেজিং কমিটি সভা করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয় উপাধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসী  রুহুল অামিন অামার মাদ্রাসার সাবেক  ছাত্র  বিধায় অামার কাছে এসে প্রত্যায়ন পত্র ড্রাফ করতে বললে অামি একটি সাদা কাগজে  ড্রাফ লিখে দিয়েছি  কিন্তু  মাদ্রাসার প্যাডে দেওয়া প্রত্যায়ন পত্রের ব্যাপারে অামি কিছু জানিনা। অন্য দিকে অারবি প্রভাষক মাওলানা কেফায়েত উল্লাহ তার বিরুদ্ধে অধ্যক্ষের উত্থাপিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে এ ঘটনার সাথে তিনি অাদৌ জরিত নয় বলে দাবী করেন।
এ বিষয় কুসঙ্গল ইউপি চেয়ারম্যান অালমগীর হোসেন বলেন,  ভুয়া প্রত্যায়ন পত্রটি জব্দ সহ কে বা কাহারা এর সাথে জড়িত অাছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে শুধু তাই নয় ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে অাইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।