শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

ফিলিপাইনের সৈকতে রহস্যময় প্রাণি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০০:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের ডিনাগাট দ্বীপপুঞ্জের কাগডাইনাও সমুদ্রসৈকতে রহস্যময় প্রাণিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

ফিলিপাইনের ডিনাগাট দ্বীপপুঞ্জের কাগডাইনাও সমুদ্রসৈকতে বিশালদেহী এক সাদা লোমশ প্রাণির সন্ধান মিলেছে। প্রাণিটিকে নিয়ে এলাকায় ব্যাপক হইচই শুরু হয়েছে। কারণ, ওই এলাকায় এর আগে কেউ এমন প্রাণি দেখেনি। প্রাণিটির নামও কেউ জানে না। কাগডাইনাও সমুদ্রসৈকতে পানি থেকে একটু উপরে পড়ে আছে সেই প্রাণির মৃতদেহ।

উৎসুক দর্শণার্থীরা রহস্যময় প্রাণিটির ছবি তুলে ইন্টারনেটে তুলে ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার করা হয়।

বিশালদেহী এ প্রাণির শরীরে বড় বড় সাদা লোম রয়েছে। মৃত প্রাণিটির মুখের দিকটি পানির নিচে ছিল, সেজন্য মুখের গঠন দেখা যায়নি। আর এ কারণে সেটি আসলে কি ধরণের প্রাণি তাও ধারণা করা সম্ভব হয়নি।

অনেকে বিভিন্ন কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রাণিটির তুলনা করেছেন। কেউ কেউ সেটিকে বিভিন্ন উপন্যাসের চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। আবার কেউ কেউ প্রাণিটিকে ভিন গ্রহের বলেও দাবি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্টিন ব্লাঞ্চ নামের একজন কমেন্ট করেছেন, ‘এটি আপ্পা অথবা বড় আকারের লোমশ কুকুর হবে মনে হয়।’

আবার অরেকজন কমেন্ট করেছেন, ‘এটি নেভারইন্ডিং স্টোরির কোনো এক চরিত্র হতে পারে।’

তবে যে যাই বলুক না কেন, সেখানকার এক প্রাণিবিজ্ঞানী রহস্যময় এ প্রাণির রহস্য উম্মোচন করেছেন বলে দাবি করেন।

তিনি বলেন, ‘এটি আসলে তেমন কিছুই নয়। ২০ ফুট লম্বা তিমির মৃতদেহ এটি। হয়তো কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মারা গিয়েছিল, এখন পাড়ে এসে পৌঁছেছে।’

সম্প্রতি ভূমিকম্পের কারণে বিশালদেহী এসব প্রাণির জীবন হানি ঘটে থাকতে পারে। আর এ কারণেই তারা গভীর সমুদ্র থেকে পাড়ের দিকে চলে আসছে বলেও মনে করেন ওই বিজ্ঞানী।

 

2-mysterious-creature20170225232528.jpg

ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক ভূমিকম্পের কারণে মারা গেছে এবং সৈকতে ভেসে এসেছে।

3-mysterious-creature20170225232535.jpg

তবে স্থানীয় এক প্রাণিবিজ্ঞানী সেটিকে ২০ ফুট লম্বা সাদা লোমশ তিমি হিসেবে মনে করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

ফিলিপাইনের সৈকতে রহস্যময় প্রাণি !

আপডেট সময় : ০৭:০০:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ফিলিপাইনের ডিনাগাট দ্বীপপুঞ্জের কাগডাইনাও সমুদ্রসৈকতে রহস্যময় প্রাণিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

ফিলিপাইনের ডিনাগাট দ্বীপপুঞ্জের কাগডাইনাও সমুদ্রসৈকতে বিশালদেহী এক সাদা লোমশ প্রাণির সন্ধান মিলেছে। প্রাণিটিকে নিয়ে এলাকায় ব্যাপক হইচই শুরু হয়েছে। কারণ, ওই এলাকায় এর আগে কেউ এমন প্রাণি দেখেনি। প্রাণিটির নামও কেউ জানে না। কাগডাইনাও সমুদ্রসৈকতে পানি থেকে একটু উপরে পড়ে আছে সেই প্রাণির মৃতদেহ।

উৎসুক দর্শণার্থীরা রহস্যময় প্রাণিটির ছবি তুলে ইন্টারনেটে তুলে ছেড়ে দিলে কিছুক্ষণের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার করা হয়।

বিশালদেহী এ প্রাণির শরীরে বড় বড় সাদা লোম রয়েছে। মৃত প্রাণিটির মুখের দিকটি পানির নিচে ছিল, সেজন্য মুখের গঠন দেখা যায়নি। আর এ কারণে সেটি আসলে কি ধরণের প্রাণি তাও ধারণা করা সম্ভব হয়নি।

অনেকে বিভিন্ন কাল্পনিক চরিত্রের সঙ্গে প্রাণিটির তুলনা করেছেন। কেউ কেউ সেটিকে বিভিন্ন উপন্যাসের চরিত্রের সঙ্গেও তুলনা করেছেন। আবার কেউ কেউ প্রাণিটিকে ভিন গ্রহের বলেও দাবি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্টিন ব্লাঞ্চ নামের একজন কমেন্ট করেছেন, ‘এটি আপ্পা অথবা বড় আকারের লোমশ কুকুর হবে মনে হয়।’

আবার অরেকজন কমেন্ট করেছেন, ‘এটি নেভারইন্ডিং স্টোরির কোনো এক চরিত্র হতে পারে।’

তবে যে যাই বলুক না কেন, সেখানকার এক প্রাণিবিজ্ঞানী রহস্যময় এ প্রাণির রহস্য উম্মোচন করেছেন বলে দাবি করেন।

তিনি বলেন, ‘এটি আসলে তেমন কিছুই নয়। ২০ ফুট লম্বা তিমির মৃতদেহ এটি। হয়তো কোনো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে মারা গিয়েছিল, এখন পাড়ে এসে পৌঁছেছে।’

সম্প্রতি ভূমিকম্পের কারণে বিশালদেহী এসব প্রাণির জীবন হানি ঘটে থাকতে পারে। আর এ কারণেই তারা গভীর সমুদ্র থেকে পাড়ের দিকে চলে আসছে বলেও মনে করেন ওই বিজ্ঞানী।

 

2-mysterious-creature20170225232528.jpg

ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক ভূমিকম্পের কারণে মারা গেছে এবং সৈকতে ভেসে এসেছে।

3-mysterious-creature20170225232535.jpg

তবে স্থানীয় এক প্রাণিবিজ্ঞানী সেটিকে ২০ ফুট লম্বা সাদা লোমশ তিমি হিসেবে মনে করছেন।