বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার ৮০টি বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন একদল অভিযাত্রী। আকাশপথে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য একসাথে ৮০টিরও বেশি হট এয়ার বেলুনে চড়ে তারা ইংলিশ চ্যানেল অতিক্রম করে বেসরকারিভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন। এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একসাথে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি বলে বলছে বেলফাস্ট টেলিগ্রাফ সংবাদপত্র।

প্রতিবেদনে বলা হয়, তবে এই সাফল্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ হিসেবে গিনেস কর্মকর্তারা বলছেন, যাত্রা শুরু করার আগে অভিযাত্রীরা আনুষ্ঠানিকভাবে গিনেসকে এই অভিযান সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছেন। সূত্র: বিবিসি বাংলা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড !

আপডেট সময় : ০২:৪৩:৫১ অপরাহ্ণ, রবিবার, ৯ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

এবার ৮০টি বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন একদল অভিযাত্রী। আকাশপথে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য একসাথে ৮০টিরও বেশি হট এয়ার বেলুনে চড়ে তারা ইংলিশ চ্যানেল অতিক্রম করে বেসরকারিভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন। এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একসাথে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি বলে বলছে বেলফাস্ট টেলিগ্রাফ সংবাদপত্র।

প্রতিবেদনে বলা হয়, তবে এই সাফল্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। কারণ হিসেবে গিনেস কর্মকর্তারা বলছেন, যাত্রা শুরু করার আগে অভিযাত্রীরা আনুষ্ঠানিকভাবে গিনেসকে এই অভিযান সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছেন। সূত্র: বিবিসি বাংলা।