নিউজ ডেস্ক:
চলতি মাসেই নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন বাজারে আসবে বলে নিশ্চিত করেছে শাওমির প্রধান নিবার্হী কর্মকর্তা লেই জুন। শাওমি ভক্তদের উদ্দেশ্যে এক লাইভ স্ট্রিমিং সেকশনে তিনি বলেন, চলতি মাসের ১১-১৮ তারিখের মধ্যে ভক্তদের জন্য এমআই ৬ ফোন উন্মোচন করা হবে।
তবে ঠিক কবে ফোনটি বাজারে আসবে তা নিদিষ্ট করে বলেননি তিনি। এছাড়া, ফোনটিতে কি থাকবে সেই সম্পর্কে কোনো তথ্য জানাননি লেই জুন।
এদিকে, কয়েক মাস ধরেই প্রযুক্তি বিশ্বে শাওমি ফ্ল্যাগশিপ নিয়ে গুঞ্জন চলছে। এই গুঞ্জনের ধারাবাহিকতায় সম্প্রতি ফাঁস হয়েছে ফোনটির আরও দু’টি ছবি। ছবি থেকে বোঝা যাচ্ছে ফোনটিতে থাকতে পারে ডুয়েল ক্যামেরা সেটআপ।
ধারণা করা হচ্ছে ফুল এইচডি এবং কিউএইচডি ডিসপ্লে থাকবে ফোনটিতে। তিনটি ভিন্ন সংস্করণে ও ভিন্ন দামে বাজারে আসবে এটি। তিনটি ভিন্ন সংস্করণের প্রথমটিতে থাকতে পারে হেলিও এক্স৩০ প্রসেসর। যার দাম হতে পারে প্রায় ২৯০ ডলার।
দ্বিতীয় সংস্করণে থাকবে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, যার দাম প্রায় ৩৬০ ডলার। অন্য সংস্করণে থাকবে কোয়ালকমের সর্বশেষ চিপসেট দাম প্রায় ৪৩৪ ডলার হতে পারে।
সূত্র: টাইম অব ইন্ডিয়া