কয়রা (খুলনা) প্রতিনিধি: ফরহাদ হোসাইন
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৪নং কয়রা সরকারি পুকুরপাড় এলাকায় মায়ের সঙ্গে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আছিয়া নামের ৯ বছরের এক স্কুলছাত্রী। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত আছিয়া কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার মো. আরশাদ মিস্ত্রির কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমানে আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিষ্পাপ শিশুটি আছিয়ার এমন অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।