চাঁদপুর জেলার কচুয়ার সাচার দক্ষিণ বাজারে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন তৈরির মহৎ লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’। মাত্র এক বছরের ব্যবধানে মাদরাসাটি শিক্ষার্থীদের মাঝে সুনাম অর্জন করে এখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে।
মোট ৩৮ জন শিক্ষার্থী ও ৪ জন দক্ষ শিক্ষক নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান সাহেব। প্রতিষ্ঠানের শুরু থেকেই তিনি স্বপ্ন দেখেছেন— তাঁর হাত ধরে তৈরি হবে অসংখ্য হাফেজে কোরআন, যারা ইসলামের আলো ছড়িয়ে দেবে দেশ-বিদেশে।
মাওলানা আব্দুল হান্নান বলেন, “আমার শিক্ষা জীবনের শুরু থেকেই ইচ্ছে ছিলো, আমার হাতে অসংখ্য হাফেজে কোরআন তৈরি হবে ইনশাআল্লাহ। আজ সেই স্বপ্ন বাস্তব রূপ নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করি।”মাদরাসাটিতে রয়েছে বালক ও বালিকা পৃথক শাখা।
তাছাড়া আদর্শ নূরানী বিভাগ,নাজেরা বিভাগ,হিফজুল কোরআন বিভাগ রয়েছে। অন্যদিকে বালিকা শাখায় হিফজ বিভাগের পাশাপাশি রয়েছে কিতাব বিভাগ, যেখানে কূদুরি জামাত পর্যন্ত পাঠদান চলছে।
শুধু দ্বীনি শিক্ষা নয়, এখানে শিক্ষার্থীদের আরবি, বাংলা, অঙ্ক ও ইংরেজি বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা ধর্মীয় ও সাধারণ শিক্ষায় সমানভাবে দক্ষ হয়ে উঠতে পারে।
শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটিতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ব্যবস্থা, যা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা এখন স্থানীয় ও আশপাশের এলাকাগুলোর অভিভাবকদের কাছে একটি বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠেছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে এ প্রতিষ্ঠানটি হয়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।