সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, পিআর পদ্ধতি ছাড়া জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না।
তিনি বলেন, জনগণের দাবির মুখে জামায়াতে ইসলামী পাঁচ দফা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে— জুলাই ঘোষণা বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আওয়ামী লীগসহ ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করা। এসব দাবি পূরণ না হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিকেল ৩টায় মুক্তির সোপান থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহর। মিছিলে শোনা যায়— “পিআর ছাড়া নির্বাচন হবে না, হবে না। পিআর চাই, পিআর ছাড়া উপায় নাই।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ শহর শাখার আমীর অধ্যাপক আব্দুল লতিফ। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা শাহীনুর আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। এ বিক্ষোভ মিছিলে জামায়াতের হাজারো নেতা-কর্মী অংশ নেন।