ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সংগঠন চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশন ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. আরিফ আরমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বোরহান উদ্দিন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সংগঠনের উপদেষ্টা—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ফ. ম. আকবর হোসাইন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি- অবন্তী বিশ্বাস, ওমর ফারুক, দিলশাদ জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক- ফরিদুল ইসলাম, মাহদী হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ফজলে রাব্বি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাহরিয়ার আপন। অর্থ সম্পাদক পদে রয়েছেন মোঃ সাইফুল হক এবং উপ-অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন আরিশা ইমা।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জুবায়ের ইসলাম সাকিব এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন তারিন আফরোজ। প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন আলী আকবর রমজান এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বখতিয়ার রহমান শাকিল।
আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রানা শেখ এবং উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তানভীর সিদ্দিকী। সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাদমান সাদীব এবং উপ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সৌরভ হাসনাত।
ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন হেদায়েতুল্লাহ নূরী এবং উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন অনিক গোস্বামী ও নাফীজ আহাম্মেদ। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আল-সাদিয়া রহমান।
ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ এবং উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদুল ইসলাম। বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন জুবাইয়া সুরভী।
নবনির্বাচিত সভাপতি আরমান ও সাধারণ সম্পাদক বোরহান এক যৌথ বিবৃতিতে বলেন, “চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আসাটা আমাদের জন্য গর্বের, তবে এটি একইসঙ্গে একটি বড় দায়িত্বও। আমরা বিশ্বাস করি, সকলের ভালোবাসা ও সহযোগিতায় এই সংগঠনকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে রূপ দিতে পারব, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণেই আমাদের পথচলা।”