চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ সাখাওয়াত জামিন সৈকত বলেছেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট )’ সকালে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আয়োজনে কারিগরি শিক্ষাই পারে স্বনির্ভর বাংলাদেশ গড়তে এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিতর্ক হচ্ছে তর্কের খেলা। একটি নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে যুক্তির আয়নার নিজের ভাবনাগুলোকে প্রতিফলিত করা যায়। এর ফলে বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান। একটি বিষয়কে বৃত্তের বাইরে গিয়ে কীভাবে আর কতভাবে ভাবা যায়, তা একজন বিতার্কিকের থেকে ভালো কেউ বলতে পারবে না।
তিনি আরো বলেন,প্রতিযোগিতায় জয় পরাজয়ের বিষয়টি মুখ্য নয় বরং অংশগ্রহণ করে কিছু শিখাটাই বড় প্রাপ্তি ‘বিতার্কিকদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাড়তি পড়াশোনা করা লাগে। সাধারণ শিক্ষার্থীদের চাইতে একারণে বিতার্কিকরা জ্ঞান অর্জনের দিক থেকে এগিয়ে থাকেন। বিতর্ক চর্চায় শিক্ষার্থীদের আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করবো। আমাদের শিক্ষার্থীরা উপজেলার গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে যাবে, আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবো।
অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন আর একাদশ শ্রেণির শিক্ষার্থী রানার্স-আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ইশরাত জাহান ইফাত।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খাঁন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. মোহাম্মদ আলী জিন্নাহ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ শাহ জালাল, বিচারকের দায়িত্ব পালন করেন এনায়েতে রাব্বি মোহাম্মদ ইয়াসিন, মাহবুবুর রহমান ও মাসুম বিল্লাহ।
অতিথিবৃন্দ এ বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তার মাঝে সনদপত্র ও বই বিতরণ করেন।