কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটির উদ্যোগে “দ্য আনভেইলিং: রিসার্স ইনসাইট অ্যান্ড লিডারশিপ ট্রান্সিশন” শীর্ষক একটি গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
সেমিনারে গবেষণার বহুমাত্রিক দিক, অন্তর্দৃষ্টি অর্জন, নেতৃত্বের পরিবর্তন এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের গুণগত মান উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীরা গবেষণা প্রক্রিয়া, নেতৃত্বের সুষ্ঠু হস্তান্তর এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেন।
আয়োজকরা মনে করেন, বিশ্ববিদ্যালয় রিসার্স সোসাইটির এই উদ্যোগ শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণার গুরুত্ব এবং নেতৃত্ব সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।