ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল কর্মীরা। রোববার কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তীব্র তাপ ও শুষ্ক বাতাস আবারও আগুনের সূত্রপাত ঘটাতে পারে।
রিবাউট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভূমধ্যসাগরীয় অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় অড বিভাগের এক বিস্তীর্ণ এলাকা দাবানলের গ্রাসে পড়ে ধ্বংস হয়ে গিয়েছে। এই আগুনে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ ক’জন আহত হয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কিছু অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলায় এই দাবানল লাগে।
অডি প্রিফেক্টের প্রধান কর্মী অ্যামেলি ট্রায়োক্স এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এর জন্য এখনও তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন। আমাদের অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গরম ও শুষ্ক বাতাস তাপপ্রবাহ অগ্নিনির্বাপকদের কাজকে আরও কঠিন করে তুলেছে।
ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস বয়ে যাওয়ায় আগুন উত্তপ্ত স্থানগুলোও আগুন লাগার আশঙ্কায় তা নেভাতে প্রায় ১ হাজার ৩০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়।
দুর্যোগ কর্মকর্তারা জানান, অন্তত ৫০ বছরের মধ্যে এটিই সর্ববৃহৎ অগ্নিকাণ্ড, যা ১৬ হাজার হেক্টর গাছপালা পুড়ে ছাই করে দিয়েছে।
জার্নাল ওয়েদার সার্ভিস মেটিও ফ্রান্সের তথ্য অনুযায়ী, আগামী দিনে কিছু কিছু এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
সেন্ট-লরেন্ট-দে-লা-ক্যাব্রেরিসে, বুধবার ৬৫ বছর বয়সী এক নারীকে তার বাড়িতে আগুনে পুড়ে মৃত অবস্থায় পাওয়া গেছে।
কর্তৃপক্ষ জানায়, দাবানলে একজন বাসিন্দা গুরুতরভাবে দগ্ধ ও আরও চারজন সামান্য আহত হয়েছে এবং ১৯ জন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। অগ্নিনির্বাপক কর্মীদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে।
এই দাবানলে ৩৬টি বাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২০টিরও বেশি কৃষিকাজের শেড পুড়ে গেছে।