খুলনায় কয়রায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে তার অনুসারী স্হানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় মধুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৮ হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আমেরিকা প্রবাসী বিএনপি নেতা বায়োজিদ হোসেন বাচ্চু, কয়রার বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, আঃ মজিদ মিস্ত্রি, আঃ গফফার, এফ এম মোহররম হোসেন, নাজমুল হুদা, কামরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, এ করিম, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান বাবু, আবু তায়েব, রফিকুল ইসলাম,
মোস্তাফিজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম, ইলিয়াস জনী,জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরুিন, সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, শ্রমীক দল নেতা আকবার হোসেন, আঃ রউফ, আজিজুল ইসলাম, তাতী দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ, শেখ মামুন, তৌহিদুর রহমান, মেহেদী, মহিলা দল নেত্রী ফাতেমা খাতুন, মাহফুজা, রুবিনা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন,ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা,কয়রা উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী এবং বার বার কারাবরণকারী নেতা নুরুল আমিন বাবুল।আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অসংখ্য নাশকতা মামলার আসামী তিনি।৫ আগস্টের পরে আওয়ামীলীগের সাথে আতাত করা দলের চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি বহিষ্কার হন।অনতিবিলম্বে নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানান নেতাকর্মীরা।
উল্লেখ্য, দলের শৃঙ্খলা ভঙ্গ, সহিংস কর্মকাণ্ড এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়