দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বিএনপির নির্বাহী কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) সম্ভাব্য এমপি পদপ্রার্থী মনজুরুল ইসলাম বলেন, আমরা যারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে দাঁড়ানো। এজন্য প্রয়োজন আমাদের মধ্যে দৃঢ় ঐক্য ও পারস্পরিক আস্থা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।
দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ–কাহারোল) বিগত সরকারের আমলে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। যদি জনগণ আমাদের সুযোগ দেয় এবং আমরা সরকারে আসতে পারি, তবে বীরগঞ্জ ও কাহারোলের চেহারা বদলে দেব। কৃষকের ন্যায্য দাম নিশ্চিত, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ হবে আমাদের অঙ্গীকার।
আমরা কারও বিরুদ্ধে নয়, বরং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের জন্য রাজনীতি করব। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি বীরগঞ্জ ও কাহারোলকে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করি। ইনশাল্লাহ, আমরা একদিন সফল হব।
সভায় দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।