নিজস্ব প্রতিবেদক :
দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সাথে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে। শনিবার বিকেলে আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য, টেলিভিশন মালিক সমিতির প্রতিনিধি, জাতীয় প্রেসক্লাবের দুই বারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।
ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মতবিনিময় সভায় ঝিকুটপত্রের সম্পাদক আশরাফ ইকবাল এর নেতৃত্বে ঝিকুট ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি মোস্তাফিজ বুলবুল, অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ ও আলোচনা সভায় গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যের সঠিক প্রচারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।