বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

প্রেমের ফাঁদে ফেলে ভিডিও করে সিরাজগঞ্জের শিপলুর চাঁদাবাজি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৪:২০ অপরাহ্ণ, বুধবার, ৬ আগস্ট ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:দিনাজপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সিরাজগঞ্জে এনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সেই সম্পর্কের বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দশ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সিরাজগঞ্জ কোর্ট এলাকার ভেন্ডার নাজমুল হুদা শিপলু (৩৫)। এ অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার।

ভুক্তভোগী জানান, নাজমুল হুদা শিপলু প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ধীরে ধীরে প্রেমের অভিনয় করে ফাঁদে ফেলে। এরপর বিভিন্ন সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন হোটেলে এনে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে।

পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছে। এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে জানান তরুণীর মা।

তারা অভিযোগ করেন, সম্প্রতি আবারও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবী করছে শিপলু। চাঁদা না দিলে সামাজিকভাবে মেয়েটিকে হেয়প্রতিপন্ন করার হুমকি দিচ্ছে।

এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়ের জীবন নিয়ে খেলেছে। যা ছিলো সব দিয়ে দিয়েছি। এখন আবার নতুন করে টাকা চাচ্ছে। না দিলে ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে নাজমুল হুদা শিপলুর দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, বিষয়টি জানার পর সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারকে দ্রুত আইনি সহায়তা এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের ছাড় দেয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

প্রেমের ফাঁদে ফেলে ভিডিও করে সিরাজগঞ্জের শিপলুর চাঁদাবাজি

আপডেট সময় : ০৪:০৪:২০ অপরাহ্ণ, বুধবার, ৬ আগস্ট ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:দিনাজপুরের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে সিরাজগঞ্জে এনে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সেই সম্পর্কের বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ভাইরাল করার ভয় দেখিয়ে দশ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে সিরাজগঞ্জ কোর্ট এলাকার ভেন্ডার নাজমুল হুদা শিপলু (৩৫)। এ অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী ও তার পরিবার।

ভুক্তভোগী জানান, নাজমুল হুদা শিপলু প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ধীরে ধীরে প্রেমের অভিনয় করে ফাঁদে ফেলে। এরপর বিভিন্ন সময়ে সিরাজগঞ্জের বিভিন্ন হোটেলে এনে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে।

পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে জিম্মি করে রেখেছে। এ পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১০ লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে জানান তরুণীর মা।

তারা অভিযোগ করেন, সম্প্রতি আবারও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবী করছে শিপলু। চাঁদা না দিলে সামাজিকভাবে মেয়েটিকে হেয়প্রতিপন্ন করার হুমকি দিচ্ছে।

এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ। আমার মেয়ের জীবন নিয়ে খেলেছে। যা ছিলো সব দিয়ে দিয়েছি। এখন আবার নতুন করে টাকা চাচ্ছে। না দিলে ভিডিও ছেড়ে দিবে বলে হুমকি দিচ্ছে।

এ ব্যাপারে নাজমুল হুদা শিপলুর দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, বিষয়টি জানার পর সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারকে দ্রুত আইনি সহায়তা এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হলে তারা জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের ছাড় দেয়া হবে না।