বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এড. তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমানের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি দেশের ১৮ কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন।
আজকে অনেক সংগঠন তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। অনেকে বড় বড় কথা বলছেন। ৫ আগস্টের পর নতুন নতুন যেসব সংগঠন গড়ে উঠেছে, সেসব সংগঠনের নেতারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বিভিন্ন তদবির শুরু করেছে। তারেক রহমান কোথাও কোন তদবির করে নাই। সেজন্য আপনাদের বলব- আগামী দিনে দেশের নেতৃত্ব তারেক রহমানের কাছে নিরাপদ।
তারেক রহমান চোরাপথে ক্ষমতায় যেতে চান না। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই। বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগস্ট- ২০২৪ স্মরণে শনিবার (২ আগস্ট) বিকালে নাটোরের লালপুরে গোপালপুর রিক্সা স্ট্যান্ডে আয়োজিত এক বিজয় মিছিলে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলা বিএনপিদর সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শামীম সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম শরিফুল ইসলাম লেলিন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।