ইউরোপীয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিএনপির একনিষ্ঠ প্রবাসী সক্রিয় নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার ৩০ জুলাই সন্ধ্যায় কচুয়ার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের বিএনপি দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মোঃ ইউসুফ মিয়াজী।অনুষ্ঠানের সঞ্চালনা করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার পাটোয়ারী।
প্রবাসী নেতা মোয়াজ্জেম হোসেন মিয়াজী অনুষ্ঠানে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,“সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী আদর্শের অন্যতম মুখপাত্র এহছানুল হক মিলন স্যারের নেতৃত্বে আমি সবসময় অনুপ্রাণিত হই। তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখেই আমি দেশে-বিদেশে দলের হয়ে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ফিরে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিবেদিতপ্রাণ। বিদেশে থেকেও আমরা দলের জন্য কাজ করেছি, এখনও করে যাচ্ছি। আজকের এই ভালোবাসা আমার প্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে নেতাকর্মীরা ফুল দিয়ে মোয়াজ্জেম হোসেন মিয়াজীকে বরণ করে নেন। অনেকেই তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসে থেকেও তিনি দলীয় কর্মকাণ্ডে অবিচল ছিলেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন প্রতিনিয়ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিএনপি নেতা জসিম উদ্দিন,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোজাফফর হোসেন,বিএনপি নেতা আব্দুল জলিল,ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল,সৌদি আরব আসির প্রদেশ তাসলিস শাখা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী,কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ শাহপরান প্রমুখ।
ল
বক্তব্যে নেতারা মোয়াজ্জেম হোসেন মিয়াজীর অবদান এবং তার প্রবাসজীবনের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। তারা বলেন, “এই ধরনের নিবেদিতপ্রাণ নেতা দলের জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর মতো নেতা দেশে ফিরে এলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে পালাখাল মডেল ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সিনিয়র ওয়ার্কার এবং তরুণ প্রজন্মের কর্মীরাও উপস্থিত ছিলেন।