রাজশাহীর বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে আমজাদ হোসেন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের বিলে বজ্রপাতে তার মৃত্যু হয়। তিনি বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর গ্রামের কছিমুদ্দিনের ছেলে।
স্থানীয় ও পারিবাকির সূত্রে জানা গেছে, দুপুরে আমজাদ মাছ ধরার জন্য দোয়ারী (খলসুন) নিয়ে বাড়ির পাশের বিলে যান। বিকেল তিনটার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময় মাছ ধরার জন্য তিনি একাই বিলে অবস্থান করছিলেন। বিলে অন্য লোকজন না থাকায় তার মৃত্যুর বিষয়টি কেউ জানতে পারেনি।
বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় কয়েকজন লোক বিলে গেলে তার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে।
পরে তাকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আমজাদ হোসেন দুপুরের দিকে কোন এক সময়ে বজ্রপাতে মারা গেছে।