জেলার লোহাগড়া উপজেলায় আজ গোসল করতে নেমে পানিতে ডুবে প্রিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলায় কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রিয়া বসুপটি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রিয়া তার সমবয়সীদের সঙ্গে বাড়ি সংলগ্ন একটি ঘেরে গোসল করতে নামে। এক পর্যায়ে প্রিয়া ঘেরের পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। দ্রুত পরিবারের লোকজন এসে প্রিয়াকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে প্রিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


























































