বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo ঝিনাইদহে চাকরীর প্রলোভন দেখিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র, বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo শেরপুরে সেবার আলোর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার”

মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৭৩৭ বার পড়া হয়েছে

জেলায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারে করণীয় বিষয়ে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জানান, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত জনবল না থাকায় একজন স্বাস্থ্য সহকারীকে একাধিক দায়িত্ব পালন করতে হয়। রোগী দেখা, ওষুধ বিতরণ, রেজিস্ট্রার হালনাগাদ, এমনকি ক্লিনিকের পরিচ্ছন্নতা রক্ষাও। অনেক ক্লিনিকের ভবন জরাজীর্ণ, নিরাপত্তা বেষ্টনী নেই এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধেরও ঘাটতি রয়েছে।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, ‘সরকার কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করলে সেবার মান আরো উন্নত করা সম্ভব।’

সেমিনারে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সিভিল সার্জন মো. শামীম কবির উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের

মাগুরায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান জোরদারের ওপর সেমিনার

আপডেট সময় : ০৭:৩৪:২৯ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

জেলায় কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারে করণীয় বিষয়ে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জানান, অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত জনবল না থাকায় একজন স্বাস্থ্য সহকারীকে একাধিক দায়িত্ব পালন করতে হয়। রোগী দেখা, ওষুধ বিতরণ, রেজিস্ট্রার হালনাগাদ, এমনকি ক্লিনিকের পরিচ্ছন্নতা রক্ষাও। অনেক ক্লিনিকের ভবন জরাজীর্ণ, নিরাপত্তা বেষ্টনী নেই এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও ওষুধেরও ঘাটতি রয়েছে।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, ‘সরকার কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করলে সেবার মান আরো উন্নত করা সম্ভব।’

সেমিনারে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সিভিল সার্জন মো. শামীম কবির উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনায় টেকসই ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।