বুধবার (২ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন, সিনিয়র সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা জামিল আহমেদ জাকির, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দীন মিয়াজী, নির্বাহী সদস্য শাহাদাত হোসাইন প্রধানীয়া।
এ সময় জেলা প্রশাসকের সাফল্য কর্মসূচিগুলোর ভূয়সী প্রশংসা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র রাজনৈতিক দল, যারা মৃত্যু ঝুঁকি জেনেও রাজপথে সরব থেকে কর্মসূচি পালন করেছে। ফ্যাসিবাদের পতনের পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পাহাদারের ভূমিকা পালন করেছে। মন্দির, গির্জাগুলোতে পাহারা দিয়ে সংখ্যালঘুদের সাপোর্ট দিয়েছে। ভবিষ্যতেও রাষ্ট্রের প্রয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
ছবির ক্যাপশন: চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বই উপহার প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ।