বিগত ৩ জাতীয় নির্বাচন দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির আবু জাফর কাসেমী।
রোববার (২৫ মে) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় এর আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।
বর্তমান কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে দলটি জানায়, এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা তাদের। এসময় দলটির ২ অংশের আন্তঃকোন্দল নিয়ে ইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়।