পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কল্যাণ রায় শুভ এবং সন্ধ্যা ৭টার দিকে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে নাইম জিসানকে আটক করা হয়।
উভয়জনই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, এই দুইজন পূর্বে বিভিন্ন সময় সহপাঠীদের ওপর শারীরিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালে রমজান মাসে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথাও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার পর কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম জিসানের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে মেস থেকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ রায় শুভকে প্রক্টর অফিসে আনা হয়। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন থানাকে অবগত করে এবং পুলিশ তাকে হেফাজতে নেয়।”

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, “দুইজন ছাত্রলীগ কর্মীকে আমরা আটক করেছি। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় : ০৭:৪৭:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কল্যাণ রায় শুভ এবং সন্ধ্যা ৭টার দিকে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে নাইম জিসানকে আটক করা হয়।
উভয়জনই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, এই দুইজন পূর্বে বিভিন্ন সময় সহপাঠীদের ওপর শারীরিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালে রমজান মাসে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথাও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার পর কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম জিসানের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে মেস থেকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ রায় শুভকে প্রক্টর অফিসে আনা হয়। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন থানাকে অবগত করে এবং পুলিশ তাকে হেফাজতে নেয়।”

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, “দুইজন ছাত্রলীগ কর্মীকে আমরা আটক করেছি। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”