বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৮৬৩ বার পড়া হয়েছে

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কল্যাণ রায় শুভ এবং সন্ধ্যা ৭টার দিকে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে নাইম জিসানকে আটক করা হয়।
উভয়জনই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, এই দুইজন পূর্বে বিভিন্ন সময় সহপাঠীদের ওপর শারীরিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালে রমজান মাসে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথাও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার পর কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম জিসানের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে মেস থেকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ রায় শুভকে প্রক্টর অফিসে আনা হয়। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন থানাকে অবগত করে এবং পুলিশ তাকে হেফাজতে নেয়।”

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, “দুইজন ছাত্রলীগ কর্মীকে আমরা আটক করেছি। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ

আপডেট সময় : ০৭:৪৭:০২ পূর্বাহ্ণ, বুধবার, ১৪ মে ২০২৫

পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কল্যাণ রায় শুভ এবং সন্ধ্যা ৭টার দিকে পাবনা শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকা থেকে নাইম জিসানকে আটক করা হয়।
উভয়জনই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ রানা সরকারের অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, এই দুইজন পূর্বে বিভিন্ন সময় সহপাঠীদের ওপর শারীরিক নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালে রমজান মাসে হলে তিন শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথাও জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার পর কল্যাণ রায় শুভকে আটক করে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাইম জিসানের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে মেস থেকে আটক করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে কল্যাণ রায় শুভকে প্রক্টর অফিসে আনা হয়। যেহেতু বিষয়টি ফৌজদারি অপরাধের আওতাভুক্ত, বিশ্ববিদ্যালয় প্রশাসন থানাকে অবগত করে এবং পুলিশ তাকে হেফাজতে নেয়।”

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, “দুইজন ছাত্রলীগ কর্মীকে আমরা আটক করেছি। শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”