ছুটির প্রথম দিন আগামীকাল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। সমাবেশটি আয়োজন করছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
পরদিন ২ মে শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই কর্মসূচি আয়োজন করেছে দলের ঢাকা মহানগর শাখা।
ছুটির শেষ দিন ৩ মে শনিবার, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে এই সমাবেশের আয়োজন। এর প্রস্তুতি হিসেবে বুধবার খিলগাঁওয়ের একটি মাদরাসায় বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।