কিছু রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি করে সরকার জুলাই চার্টার তৈরি করে নির্বাচনের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও জনআকাঙ্ক্ষা আলোকে স্থানীয় সরকার সংস্কার’ নিয়ে রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তুষার।
তুষার বলেন, রাজনৈতিক দলগুলো পুরো দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। স্থানীয় সরকার সংস্কার কমিশন ভ্রান্ত ধারণা নিয়ে আছে। তারা জটিলতা আরও বাড়াচ্ছে। আমরা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল চাই।