তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় পদক্ষেপ ঘিরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে পালিত হবে ৪টি কর্মসূচি।
সোমবার (২৮ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, তরুণদের চাহিদা ও প্রয়োজনের উপর নির্ভর করে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ নিয়ে চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ হবে ৯ ও ১০ মে, খুলনা ও বরিশাল বিভাগ নিয়ে খুলনায় দ্বিতীয় কর্মসূচি ১৬ ও ১৭ মে, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বগুড়ায় তৃতীয় কর্মসূচি ২৩ ও ২৪ মে এবং ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে ঢাকায় ২৭ ও ২৮ মে চতুর্থ কর্মসূচি পালিত হবে।