সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন। মিছিলটি প্রায় বিশ মিনিট ধরে চলে থাকে । এসময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন পথচারীরাও।
রবিবার(৯ মার্চ) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গনে এসে পৌঁছালে ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।
এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’, ‘তুমি কে আমি কে আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার বোনের কান্না, আর না আর না’সহ নানা শ্লোগান দেন।
এ সময় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আয়েশা সুলতানা বলেন, সারাদেশে নারীদের উপরে সংঘটিত নিপীড়নের খবরে মেয়েরা শঙ্কিত। আমাদের পরিবার শঙ্কিত। এভাবে চলতে পারে না। আমরা এসব অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাযই। এসব ঘটনার যদি বিচার না হয় তাহলে ধর্ষ এসব কাজ করার উৎসাহ পাবে। আমরা সকল নারীদের নিরাপত্তা চাই। অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।
সোমবার
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ