মেঘের রাজ্য হিসেবে পরিচিতি সাজেক ভ্যালীতে পর্যটক যেতে বাধা নেই।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অপরাহ্ন থেকে পর্যটকরা সাজেকে যেতে পারবেন।রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাঠান মো. সাইদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়াারি) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় সাময়িকভাবে সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের পরিস্থিতি ও পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মঙ্গলবার অপরাহ্ন থেকে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এমতাবস্থায় অদ্য অপরাহ্ন থেকে সাজেক পর্যটন এলাকায় পর্যটক ভ্রমনের জন্য উন্মুক্ত করা হলো।
উল্লেখ্য,গতকাল সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর,রিসোর্ট, কটেজ, রেঁস্তোরাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এদিন রাত থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছিলো রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসন।