নিউজ ডেস্ক:
টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের আমিন, আল্লাহুমা আমিন, ছুম্মা আমিন ধ্বনিতে মুখরিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের ৫২তম বিশ্ব ইজতেমা। দুনিয়া ও আখেরাতের শান্তি লাভের আশায় মহান আল্লাহ তায়ালার দরবারে অশ্রুসিক্ত নয়নে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা এবং কেঁদে বুক ভাসান মুসল্লিরা। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কামনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, ইহলৌকিক ও পরলৌকিক মুক্তি এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার তৌফিক কামনা করা হয়।
এদিকে বিশ্ব ইজতেমার মুরুব্বী মাওলানা গিয়াস উদ্দিন জানান, ২০১৮ সালে পরবর্তী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২ জানুয়ারি শুরু হবে এবং ১৪ জানুয়ারি শেষ হবে। এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি শুরু হবে এবং ২১ জানুয়ারি শেষ হবে। ২০১৮ সালের ইজতেমা সফল করার লক্ষ্যে এর ৪০ দিন আগে চলতি বছরের ১৭ নবেম্বরে টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা শুরু হবে এবং শেষ হবে ২১ নভেম্বর।