বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

হাসপাতালে সোহেল রানা!

নিউজ ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা। ৮০ দশকের জনপ্রিয় এ অভিনেতা এখন আর চলচ্চিত্রে নিয়মিত নয়।

এদিকে গত কয়েক মাস ধরে গলার সমস্যায় ভুগছেন তিনি। এজন্য গত শনিবার (৭ জানুয়ারি)  রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।  গতকাল রোববার (৮ জানুয়ারি) সোহেল রানার গলায় অস্ত্রোপচার করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সোহেল রানার ছোট ভাই চিত্রনায়ক রুবেল  বলেন, ‘গতকাল দুপুর ২টার দিকে বড় ভাইয়ের (সোহেল রানা) সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ভালো আছেন, আগের মতো কথাও বলতে পারছেন।’

তবে কবে নাগাদ সোহেল রানা বাসায় ফিরতে পারবেন এমন প্রশ্নে রুবেল বলেন, ‘  আমি এখন হাসপাতালে যাচ্ছি। ডাক্তারের সঙ্গে কথা বলে বিষয়টি জানাতে পারব।’

সোহেল রানা সর্বশেষ এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি ২০১৫ সালে সারা দেশে মুক্তি পায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular