নিউজ ডেস্ক:
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল রবিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেলে ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি এবং এর ২ মিনিট পর প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর রাত ৪টা ২৪ মিনিটে সুরঞ্জিত সেনগুপ্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।