বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লতিফ সিদ্দিকীর আসনে উপ-নির্বাচন ৩১ জানুয়ারি !

নিউজ ডেস্ক:

আইনি বাধা উঠে যাওয়ায় আগামী ৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ আসনের (কালীহাতি) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) এ তারিখ ঘোষণা করেছে বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে এক প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

এর আগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তার মনোনয়ন পত্র ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। উচ্চ আদালত সম্প্রতি তার আপিল খারিজ করে দেন। সে অনুযায়ী নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনঃতারিখ নির্ধারণ করে বলে জানা গেছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular