বিমানের মধ্যেই সেবিকাকে যৌন নির্যাতন, পাইলট গ্রেফতার !

0
20

নিউজ ডেস্ক:

যৌন নির্যাতন ও হাতাহাতির অভিযোগে জোয়েব খান নামে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে গ্রেফতার করা হয়েছে।

বিমান সেবিকার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

ভারতের রাষ্ট্রায়ত্ব বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমান সেবিকা জানায়, ৪ মে আহমেদাবাদ থেকে মুম্বাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ওই বিমানের মধ্যেই পাইলট তাকে যৌন নির্যাতন করে। মুম্বাইয়ে বিমানটি অবতরণের পরই পাইলট আমার ওপর যৌন নির্যাতন চালায়। বাধা দিলে আমাদের মধ্যে হাতাহাতি বেধে যায়।

ওই বিমান সেবিকা পাইলটের বিরুদ্ধে মুম্বাইয়ের সাহার থানায় মামলা করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় ওই বিমান চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া এয়ার ইন্ডিয়ায় সিনিয়র অফিসারদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন ওই বিমানসেবিকা।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে সকলকে সহযোগিতা করার আবেদন জানিয়েছি আমরা।