নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা-২ আসনে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ¦ মাহমুদ হাসান খান বাবু খানের গাড়ী বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে বাবু খানের গাড়ী বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৩টি মাইক্রোবাস ও ৫-৭টি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিএনপি প্রার্থী বাবু খান। বিএনপি প্রার্থী বাবু খান অভিযোগ করে বলেন, বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণা করছিলাম।
বিকালে জীবননগর উপজেলার উথলী বাজারে গণসংযোগকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৌকা মার্কার কর্মিরা আমাদের গাড়ি বহরে হামলা করে। এতে আমার ১০ নেতাকর্মি আহত হয়। বহরে থাকা ৫টি মাইক্রোর গ্লাস ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে। এ হামলার প্রতিবাদ জানিয়েছেন জীবননগর, দামুড়হুদা উপজেলা, তিতুদহ ও বেগমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তো দূরের কথা আমাদের কাজ করার মত কোন ফিল্ডই নাই। সরকারি দলের সমর্থকদের হামলা, ভাঙচুর ও হুমকি-ধামকি নিত্যদিনই ঘটে চলেছে। সরকারি দলের এমন অরাজকতার মধ্যে বাড়তি চাপ হচ্ছে পুলিশ প্রশাসন। ঘটনা ঘটাচ্ছে নৌকার সমর্থকেরা আর মামলা সাজানো হচ্ছে ধানের শীষের সমর্থকদের নামে।