নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন আকন্দ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার সন্ধা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মমিন আকন্দ মোটরসাইকেলে করে খালাসপীর থেকে পীরগঞ্জ উপজেলা সদরে আসার পথে খালাসপীর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরতর আহত হন। তাকে তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।