শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
দেশের ঐতিহ্যবাহি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু চিনিকল ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনে ন্যাশনাল প্রডাক্টিভিটি এ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছেন।
শনিবার (৯ জুন) দুপুরে ঢাকা ফরেন সার্ভিস একাডেমীর হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন দর্শনা কেরু চিনিকলের ব্যাবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফ সি এ এর হাতে এ অ্যাওয়ার্ডটি তুলে দেন।
এ সময় শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা সহ শিল্পমন্ত্রণালয় ও চিনি করপোরেশনের উর্ধতন কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।
কেরু চিনিকলের মহা ব্যাবস্হাপক (প্রশাসন) মোঃ ইউসুপ আলি জানান, দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৬ টি ইউনিট নিয়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, এর মধ্যে ৫টি ইউনিটেই লাভ করা সম্ভব হয়েছে। ফলে সমগ্রীক ভাবে কেরু চিনিকলের সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারিদের প্রচেষ্টায় মিলটি লাভে আছে।