নিউজ ডেস্ক:
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন সৌদি ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার তিনি নির্ধারিত ওই সাক্ষাতের জন্য আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন। সৌদি আরবের রাজ আদালত থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজের সন্তানদের মধ্যে মোহাম্মদ বিন সালমান খুবই ক্ষমতাশালী বলে জানিয়েছে রয়টার্স। সৌদি আরবের অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনায় তিনিই নেতৃত্ব দিচ্ছেন। ডেপুটি ক্রাউন প্রিন্সের পাশাপাশি মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার ট্রাম্প ও আমেরিকার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে জড়িত বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে পর্যালোচনা করবেন।