চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

0
7

নীলকন্ঠ ডেস্ক:

চুয়াডাঙ্গা-মেহেরপুরে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নাহিদুজ্জমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদুজ্জামান রাজনগর মোল্লাপাড়া এলাকার সামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে নাহিদুজ্জামান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ওই সময় রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত নাহিদুজ্জামানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।