আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬!

0
54

নিউজ ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রাজধানীতে বন্দুকধারীদের গুলিতে একটি বিমানবন্দরের পাঁচ নারী কর্মীসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খপালওয়াক শনিবার বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, কান্দাহার নগরীর দেহ খোজা এলাকায় স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় একটি মিনিবাসে করে অফিসে যাচ্ছিলেন ওই পাঁচ নারী কর্মী। এ সময় বন্দুকধারীরা অতর্কিতে বাসটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই পাঁচ নারী কর্মী ও বাসের চালক নিহত হন।

তিনি বলেন, গুলিবর্ষণের পর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।