শিরোনাম :

সাজেকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি রিসোর্ট কটেজ।আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

 

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার। তিনি বলেন,দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে অবস্থিত অবকাশ রির্সোট থেকে আগুনের সুত্রপাত ঘটে।পরে এই আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি রির্সোট আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

 

অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “দুপুর ২টা পর্যটন আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত আটটি রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”

 

হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, “আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যাবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ আবু সাইদকে নিয়ে কটুক্তি করায় বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাজেকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা

আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ণ, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দেশের অন্যতম পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি রিসোর্ট কটেজ।আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

 

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আকতার। তিনি বলেন,দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্রে অবস্থিত অবকাশ রির্সোট থেকে আগুনের সুত্রপাত ঘটে।পরে এই আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি রির্সোট আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।

 

অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “দুপুর ২টা পর্যটন আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত আটটি রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”

 

হিলভিউ রিসোর্টের স্বত্বাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, “আগুন নেভাতে সেনাবাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছেন। বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছাতে কমপক্ষে দুই ঘণ্টা লেগে যাবে।”