শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের (ডব্লিউজিএস) পার্শ্ববর্তী অনুষ্ঠানে এ সাক্ষাৎ করেন তারা।প্রধান উপদেষ্টাকে এসময় আমিরাতের মন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তার উপস্থিতি এই মর্যাদাপূর্ণ সম্মেলনকে আরও উজ্জ্বল করেছে। তিনি আরও বলেন, ‘আমরা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে শিখি।’ এসময় তারা WGS এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আমিরাতের মন্ত্রী বাংলাদেশের বর্তমান সংকটময় মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন,  অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও গভীর হবে।

এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ।এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular