শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

নির্বাচন কমিশন এমনিতেই স্বাধীন, আবার কি স্বাধীন হবে: প্রধান নির্বাচন কমিশনার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

খুব সহসাই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেনি কমিশন।

তিনি বলেন, এই নির্বাচন করতে গড়ে প্রায় ১ বছর সময় লাগে। এছাড়া এই নির্বাচনের ভোটার তালিকাও আলাদা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও দ্রুত এই নির্বাচন করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।

আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে নাসির উদ্দিন জানান, নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি। জুন মাস বা বর্ষাকালে এর আগে নির্বাচন হতে দেখেননি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী প্রস্তুতি অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব। তাই ডিসেম্বরকে কেন্দ্র করেই এগোচ্ছে কমিশন।

এদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার সবগুলো বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন সিইসি। নাসির উদ্দিন বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কাছে বারবার জবাবদিহি করতে হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

আইন-কানুন সুনির্দিষ্ট থাকলে তত্ত্বাবধায়ক সরকারের মতো এই কমিশনও তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতি দ্রুত আইনি বাধা দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশনের জন্য কোনো নির্দেশনা আছে কিনা সেটিও দেখতে হবে। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।নির্বাচনের সময় শুধু পুলিশের ওপর নির্ভর না করে মানুষের ওপর নির্ভর করতে চান বলে জানান সিইসি। সম্মিলিতভাবে অন্যায়কে প্রতিহত করার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

নির্বাচন কমিশন এমনিতেই স্বাধীন, আবার কি স্বাধীন হবে: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০২:১০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

খুব সহসাই স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেনি কমিশন।

তিনি বলেন, এই নির্বাচন করতে গড়ে প্রায় ১ বছর সময় লাগে। এছাড়া এই নির্বাচনের ভোটার তালিকাও আলাদা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ও দ্রুত এই নির্বাচন করতে প্রস্তুত বলে মনে হচ্ছে না।

আজ রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের বিষয়ে নাসির উদ্দিন জানান, নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব আয়োজন সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি। জুন মাস বা বর্ষাকালে এর আগে নির্বাচন হতে দেখেননি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী প্রস্তুতি অক্টোবরের মধ্যে সম্পন্ন করা সম্ভব। তাই ডিসেম্বরকে কেন্দ্র করেই এগোচ্ছে কমিশন।

এদিকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার সবগুলো বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে মনে করছেন সিইসি। নাসির উদ্দিন বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কাছে বারবার জবাবদিহি করতে হলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

আইন-কানুন সুনির্দিষ্ট থাকলে তত্ত্বাবধায়ক সরকারের মতো এই কমিশনও তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতি দ্রুত আইনি বাধা দূর করতে হবে। রাজনৈতিক দলগুলোর রেজিস্ট্রেশনের জন্য কোনো নির্দেশনা আছে কিনা সেটিও দেখতে হবে। তবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন তিনি।নির্বাচনের সময় শুধু পুলিশের ওপর নির্ভর না করে মানুষের ওপর নির্ভর করতে চান বলে জানান সিইসি। সম্মিলিতভাবে অন্যায়কে প্রতিহত করার আহবান জানান প্রধান নির্বাচন কমিশনার।