বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের

ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভের পর কলেজ সংলগ্ন এলাকায় এক ঘণ্টার ব্যবধানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি এবং মিরপুর রোডের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভের পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি, এবং ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, “পদবঞ্চিত ত্যাগী কর্মীদের ওপর অতর্কিত বোমা হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দুইটি মোটরসাইকেলে করে এসে দ্রুত নীলক্ষেতের দিকে পালিয়ে যায়।”

ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত। নতুন কমিটি নিয়ে ভুল-ত্রুটি থাকতে পারে, তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। যোগ্যরা নিশ্চয়ই স্বীকৃতি পাবেন।”

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জানি না। তবে নিরাপত্তার জন্য নিউমার্কেট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন জানান, “কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে পুলিশ মোতায়েন থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান

ঢাকা কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, ককটেল বিস্ফোরণে আতঙ্ক

আপডেট সময় : ০৯:০০:২৫ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২৪ ডিসেম্বর) রাতে কমিটি নিয়ে পদবঞ্চিতদের বিক্ষোভের পর কলেজ সংলগ্ন এলাকায় এক ঘণ্টার ব্যবধানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি এবং মিরপুর রোডের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও পুলিশের সূত্রে জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভের পর ঢাকা কলেজের মূল ফটকের সামনে দুইটি, নায়েমের গলি ও মিরপুর রোডে চারটি, এবং ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল বলেন, “পদবঞ্চিত ত্যাগী কর্মীদের ওপর অতর্কিত বোমা হামলা চালানো হয়েছে। হামলাকারীরা দুইটি মোটরসাইকেলে করে এসে দ্রুত নীলক্ষেতের দিকে পালিয়ে যায়।”

ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত। নতুন কমিটি নিয়ে ভুল-ত্রুটি থাকতে পারে, তবে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে। যোগ্যরা নিশ্চয়ই স্বীকৃতি পাবেন।”

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা জানি না। তবে নিরাপত্তার জন্য নিউমার্কেট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন জানান, “কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-পরবর্তী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকাল থেকে পুলিশ মোতায়েন থাকবে।”