ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ

0
2

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের আগরতলা অভিমুখে যৌথ লংমার্চ করার ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামী বুধবার রাজধানীর নয়াপল্টন থেকে এ লংমার্চ শুরু করবেন নেতাকর্মীরা।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করবেন তারা।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেতারা।

এসময় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘু নির্যাতনসহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত।