গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, হাজারো লাশ, রক্ত, পঙ্গু আর চোখ হারিয়ে অন্ধত্ব বরণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে কোনো পা-চাটাদের জায়গা হবে না। স্বৈরাচারের অন্যায়কে যারা মেনে নিয়েছিল তাদের জাতি ক্ষমা করবে না।
রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টের শনিবার (২৩ নভেম্বর) গণসংহতি আন্দোলন আয়োজিত গণসংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে।
গণসংহতি আন্দোল রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, সদস্য সচিব জুয়েল রানা, নদী গবেষক মাহবুব সিদ্দিকি, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক ও সিনিয়র সাংবাদিক মাহমুদ কামাল কাদেরী প্রমুখ।