শিরোনাম :
Logo কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট Logo লক্ষ্মীপুরে ক্যান্সারে আক্রান্ত রোগীকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের নগদ অর্থ প্রদান Logo বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে স্মরণকালের বর্ণাঢ্য র‌্যালি Logo জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা Logo শ্রীরাধার প্রেম ও প্রার্থনায় মুখর ইবির টিএসএসসি প্রাঙ্গণ Logo চবি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ Logo রাকসু নিয়ে উত্তেজনা ; বক্তব্য দেওয়ার সময় শিবির সভাপতির বুকে বোতল নিক্ষেপ Logo মাদ্রাসা শিক্ষার্থীদের পানির ফিল্টার দিলেন স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী Logo চাঁদপুরে মাদক নির্মূলে সাহসিকতার সাথে কাজ করছে সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান Logo পশ্চিম ছাত্রদলের নবগঠিত কমিটিকে সংবর্ধনা – ঐক্যবদ্ধভাবে মিলনকে এমপি করার অঙ্গীকার

বাংলাদেশে ‘পুষ্পা ২’ নিয়ে আল্লু ভক্তদের জন্য এলো দুঃসংবাদ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

দক্ষীণি জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ্যে এল ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর ট্রেলার। এর আগে টিজারেই সাড়া ফেলেছিল সিনেমাটি। সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারদ আরও যেন বেড়ে গেল! সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। এদিকে বাংলাদেশি ভক্তদের জন্য এলো দুঃসংবাদ।

গতকাল প্রকাশিত হয়েছে ছবিটির বাংলা ট্রেলার। ভারতের টি সিরিজ বাংলা ট্রেলারটি প্রকাশ করার পর থেকে বাঙালিরা একের পর এক মন্তব্য করছে ছবিটি ঘিরে। কলকাতার বাঙালিদের পাশাপাশি বাংলাদেশিরাও আছে সেই দলে। স্বাভাবিকভাবেই সবাই ভেবে নিয়েছিল ৫ ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। তবে সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।

গতকাল তিনি জানান, ছবিটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি। মামুন বলেন, “আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। এটা আমার পরিচালনার ছবি, আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে।সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।”

ভারতীয় ছবি আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২ : দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, “দেশের মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার অবস্থায় নেই। ঢাকার বাইরে তো মানুষ হলেই যাচ্ছে না। ‘পুষ্পা ২ : দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।”

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২ : দ্য রুল’ আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২ : দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।

ট্যাগস :

কয়রায় যৌথবাহিনীর চেকপোস্ট

বাংলাদেশে ‘পুষ্পা ২’ নিয়ে আল্লু ভক্তদের জন্য এলো দুঃসংবাদ

আপডেট সময় : ১২:৫৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

দক্ষীণি জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ্যে এল ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর ট্রেলার। এর আগে টিজারেই সাড়া ফেলেছিল সিনেমাটি। সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারদ আরও যেন বেড়ে গেল! সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। এদিকে বাংলাদেশি ভক্তদের জন্য এলো দুঃসংবাদ।

গতকাল প্রকাশিত হয়েছে ছবিটির বাংলা ট্রেলার। ভারতের টি সিরিজ বাংলা ট্রেলারটি প্রকাশ করার পর থেকে বাঙালিরা একের পর এক মন্তব্য করছে ছবিটি ঘিরে। কলকাতার বাঙালিদের পাশাপাশি বাংলাদেশিরাও আছে সেই দলে। স্বাভাবিকভাবেই সবাই ভেবে নিয়েছিল ৫ ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। তবে সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।

গতকাল তিনি জানান, ছবিটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি। মামুন বলেন, “আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। এটা আমার পরিচালনার ছবি, আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে।সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।”

ভারতীয় ছবি আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২ : দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, “দেশের মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার অবস্থায় নেই। ঢাকার বাইরে তো মানুষ হলেই যাচ্ছে না। ‘পুষ্পা ২ : দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।”

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের ‘স্ত্রী ২’। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও ‘পুষ্পা ২ : দ্য রুল’ আমদানির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। এর আগে ‘ভুল ভুলাইয়া ৩’ আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি। কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে ‘পুষ্পা ২ : দ্য রুল’ যে মুক্তি পাচ্ছে না, সেটা বলার আর অপেক্ষা রাখে না।