দক্ষীণি জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বে একযোগে মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ্যে এল ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর ট্রেলার। এর আগে টিজারেই সাড়া ফেলেছিল সিনেমাটি। সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারদ আরও যেন বেড়ে গেল! সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত। এদিকে বাংলাদেশি ভক্তদের জন্য এলো দুঃসংবাদ।
গতকাল প্রকাশিত হয়েছে ছবিটির বাংলা ট্রেলার। ভারতের টি সিরিজ বাংলা ট্রেলারটি প্রকাশ করার পর থেকে বাঙালিরা একের পর এক মন্তব্য করছে ছবিটি ঘিরে। কলকাতার বাঙালিদের পাশাপাশি বাংলাদেশিরাও আছে সেই দলে। স্বাভাবিকভাবেই সবাই ভেবে নিয়েছিল ৫ ডিসেম্বর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুক্তি পাবে ছবিটি। তবে সেই আশার গুড়ে বালি ঢেলে দিলেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন।
গতকাল তিনি জানান, ছবিটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি। মামুন বলেন, “আমি এখন ‘দরদ’ নিয়েই ব্যস্ত। এটা আমার পরিচালনার ছবি, আগামী সপ্তাহে ভারতে মুক্তি পাবে।সেখানে থাকতে হবে আমাকে। প্রচারণায়ও সময় দিতে হবে। ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মতো সময় আমার হাতে নেই।”
ভারতীয় ছবি আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২ : দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। গতকাল তিনি বলেন, “দেশের মানুষ এখন সিনেমা হলে গিয়ে ছবি দেখার অবস্থায় নেই। ঢাকার বাইরে তো মানুষ হলেই যাচ্ছে না। ‘পুষ্পা ২ : দ্য রুল’ বড় বাজেটের ছবি। এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মতো পরিবেশ এখন নেই। তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।”