স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনি কলের সামনে ট্রাক চাপায় সুনীল রায় (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুনীল কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত নরেন্দ্রনাথের রায়ের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সুনীল শুক্রবার রাত ৮ টারদিকে কালীগঞ্জ শহর থেকে বাইসাইকেলে চালিয়ে রায়গ্রাম নিজ বাড়িতে ফিরছিলো।
মোবারকগঞ্জ চিনি কলের গেটের সামনে পৌছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
























































