শিরোনাম :
Logo ইকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে কর্মসূচি ঘোষণা Logo বীরগঞ্জে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo বীরগঞ্জের দুই বোন মণি ও মুক্তার ১৭ তম জন্মদিন আজ ২২ আগষ্ট Logo চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয় Logo লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাসী শেখ মোহাম্মদ আব্দুল্লার পিতা- মাতার মাগফেরাত কামনায় দোয়া Logo চৌহালীতে খাদ্য অধিদপ্তরের বস্তায় সরকারি ৩৫ বস্তা চাল উদ্ধার Logo যবিপ্রবির নাম-লোগো সম্বলিত ফেসবুক পেজ বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ Logo পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি মামুনুর রশীদ, বিদ্যোৎসাহী সদস্য ইউসুফ মিয়াজী Logo কুবি শিক্ষার্থীকে ‘ছিনতাই ও শ্লীলতাহানির’ অভিযোগ; গ্রেফতার ২, পলাতক ৩ Logo চাঁদপুর তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ

কাপড় থেকে ৫টি কঠিন দাগ তোলার উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হালকা রঙের কাপড় অনেকেরই পছন্দ। কিন্তু দাগ? কাপড়ের রঙ যত হালকা, দাগ লাগার সমস্যা তত বেশি। আর কিছু দাগ আছে ‘নাছোড় বান্দা’, কোনভাবেই যেতে চায় না। যেমন: রক্তের দাগ, চায়ের দাগ। তবে চায়ের দাগ হোক কিংবা কালির, যে কোনো দাগ কাপড় থেকে দূর করা সম্ভব কিছু কৌশলে।

১। তেলের দাগ

কাপড়ে তেল পড়ার সাথে সাথে একটি টিস্যু পেপার চেপে ধরে কাপড় থেকে তেল শুষে নিন ভালো করে। এরপর সাধারণ শ্যাম্পু দিয়ে কাপড়টি পানিতে ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর তেলের স্থানটি ঘষুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া পানি ও ডিটারজেন্ট দিয়ে ডিটারজেন্টের পেস্ট তৈরি করে সেটি কাপড়ে লাগিয়ে রাখতে পারেন ১০-১৫ মিনিট। তারপর গরম পানি দিয়ে ভালো করে কাপড়টি ধুয়ে ফেলুন।

২। চকলেটের দাগ

চকলেট শুকিয়ে গেলে আঙ্গুল দিয়ে যতটুকু পারেন তুলে ফেলুন। মিল্ক চকলেট হলে ডিশওয়াশিং লিকুইডের সাথে অ্যামোনিয়া মিশিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন। ডার্ক চকলেট হলে দুই টেবিল চামচ সাদা ভিনেগার মেশান। ২০ মিনিট পর কাপড়টি পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। চা-কফির দাগ

কাপড়ে চা বা কফি পড়ে গেলে কিছুটা ট্যালকম পাউডার দাগের উপর ছিটিয়ে দিন। কাপড়টি ২-৩ ঘণ্টা এভাবেই রেখে দিন, এতে পাউডার চায়ের দাগ টেনে নেবে। তারপর সাবান পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।

৪। কালির দাগ

কালির দাগ তুলতে হেয়ার স্প্রে বেশ কার্যকর। কাপড়ে দাগের স্থানে হেয়ার স্প্রে করুন। দাগ হালকা হয়ে আসলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া কালির দাগের উপর লবণ ছিটিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে একটি ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখেবন দাগ দূর হয়ে গেছে।

৫। রক্তের দাগ

কাপড়ে রক্তের দাগ লাগার সাথে সাথে তা তুলে ফেলার চেষ্টা করুন। লবণ এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি রক্তের দাগের উপর লাগান। ধীরে ধীরে মিশ্রণটি দিয়ে কাপড়টি ঘষুন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইকসু নির্বাচনের রোডম্যাপ দাবিতে কর্মসূচি ঘোষণা

কাপড় থেকে ৫টি কঠিন দাগ তোলার উপায় !

আপডেট সময় : ০৭:৪৫:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

হালকা রঙের কাপড় অনেকেরই পছন্দ। কিন্তু দাগ? কাপড়ের রঙ যত হালকা, দাগ লাগার সমস্যা তত বেশি। আর কিছু দাগ আছে ‘নাছোড় বান্দা’, কোনভাবেই যেতে চায় না। যেমন: রক্তের দাগ, চায়ের দাগ। তবে চায়ের দাগ হোক কিংবা কালির, যে কোনো দাগ কাপড় থেকে দূর করা সম্ভব কিছু কৌশলে।

১। তেলের দাগ

কাপড়ে তেল পড়ার সাথে সাথে একটি টিস্যু পেপার চেপে ধরে কাপড় থেকে তেল শুষে নিন ভালো করে। এরপর সাধারণ শ্যাম্পু দিয়ে কাপড়টি পানিতে ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর তেলের স্থানটি ঘষুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া পানি ও ডিটারজেন্ট দিয়ে ডিটারজেন্টের পেস্ট তৈরি করে সেটি কাপড়ে লাগিয়ে রাখতে পারেন ১০-১৫ মিনিট। তারপর গরম পানি দিয়ে ভালো করে কাপড়টি ধুয়ে ফেলুন।

২। চকলেটের দাগ

চকলেট শুকিয়ে গেলে আঙ্গুল দিয়ে যতটুকু পারেন তুলে ফেলুন। মিল্ক চকলেট হলে ডিশওয়াশিং লিকুইডের সাথে অ্যামোনিয়া মিশিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন। ডার্ক চকলেট হলে দুই টেবিল চামচ সাদা ভিনেগার মেশান। ২০ মিনিট পর কাপড়টি পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। চা-কফির দাগ

কাপড়ে চা বা কফি পড়ে গেলে কিছুটা ট্যালকম পাউডার দাগের উপর ছিটিয়ে দিন। কাপড়টি ২-৩ ঘণ্টা এভাবেই রেখে দিন, এতে পাউডার চায়ের দাগ টেনে নেবে। তারপর সাবান পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।

৪। কালির দাগ

কালির দাগ তুলতে হেয়ার স্প্রে বেশ কার্যকর। কাপড়ে দাগের স্থানে হেয়ার স্প্রে করুন। দাগ হালকা হয়ে আসলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া কালির দাগের উপর লবণ ছিটিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে একটি ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখেবন দাগ দূর হয়ে গেছে।

৫। রক্তের দাগ

কাপড়ে রক্তের দাগ লাগার সাথে সাথে তা তুলে ফেলার চেষ্টা করুন। লবণ এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি রক্তের দাগের উপর লাগান। ধীরে ধীরে মিশ্রণটি দিয়ে কাপড়টি ঘষুন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন।