বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার Logo ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের Logo কোর্স ফি বৃদ্ধি ও ছাত্র প্রতিনিধি ইস্যুতে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গুলশান হামলায় জঙ্গিদের ব্যয় ৮ লাখ টাকা !

  • আপডেট সময় : ১১:২৯:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় জঙ্গিদের ১০ হাজার ডলার ব্যয় হয়েছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা। যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ টাকা।

গুলশান হামলার আগে দুই ধাপে প্রায় ২৮ লাখ টাকা হুন্ডির মাধ্যমে জঙ্গিদের হাতে আসে। তবে হুন্ডির মাধ্যমে আসায় এই টাকার যোগানদাতা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় নিম্নমানের পাঁচটি নাইন এমএম বন্দুক, তিনটি একে-২২ রাইফেল, ১১টি গ্রেনেড এবং তাদের পোশাক সবমিলিয়ে যা খরচ হয় তা কোনোভাবেই আট লাখ টাকার বেশি নয়।

তিনি জানান, হামলার আগে ১০ লাখ ও ১৮ লাখ টাকার দুটি বড় আর্থিক লেনদেন হয়েছে। টাকাগুলো কোনো এক দেশ থেকে হুন্ডির মাধ্যমে আসে। তবে হুন্ডির মাধ্যমে আসায় টাকাগুলো কোন দেশ থেকে এসেছে বা কে যোগান দিয়েছিল সেটা পরিষ্কার হওয়া যায়নি। তবে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে।

পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিদের অর্থের নির্দিষ্ট উৎস থাকলেও বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো অর্থের উৎস গড়ে ওঠেনি উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, আগের কিছু ঘটনায় রাজনৈতিক দলের কয়েকজনের অর্থায়নের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কোনো রাজনৈতিক দল সরাসরি জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

গুলশান হামলায় জঙ্গিদের ব্যয় ৮ লাখ টাকা !

আপডেট সময় : ১১:২৯:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় জঙ্গিদের ১০ হাজার ডলার ব্যয় হয়েছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা। যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ টাকা।

গুলশান হামলার আগে দুই ধাপে প্রায় ২৮ লাখ টাকা হুন্ডির মাধ্যমে জঙ্গিদের হাতে আসে। তবে হুন্ডির মাধ্যমে আসায় এই টাকার যোগানদাতা সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় নিম্নমানের পাঁচটি নাইন এমএম বন্দুক, তিনটি একে-২২ রাইফেল, ১১টি গ্রেনেড এবং তাদের পোশাক সবমিলিয়ে যা খরচ হয় তা কোনোভাবেই আট লাখ টাকার বেশি নয়।

তিনি জানান, হামলার আগে ১০ লাখ ও ১৮ লাখ টাকার দুটি বড় আর্থিক লেনদেন হয়েছে। টাকাগুলো কোনো এক দেশ থেকে হুন্ডির মাধ্যমে আসে। তবে হুন্ডির মাধ্যমে আসায় টাকাগুলো কোন দেশ থেকে এসেছে বা কে যোগান দিয়েছিল সেটা পরিষ্কার হওয়া যায়নি। তবে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে।

পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিদের অর্থের নির্দিষ্ট উৎস থাকলেও বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো অর্থের উৎস গড়ে ওঠেনি উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, আগের কিছু ঘটনায় রাজনৈতিক দলের কয়েকজনের অর্থায়নের বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে কোনো রাজনৈতিক দল সরাসরি জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে।